খুলনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আল আমিন সংগীয় ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এ সময় ৩০ জুলাই তারিখ বেলা ২ টার সময় ফুলতলা থানাধীন বুড়িয়ারডাঙ্গা গ্রামস্থ শেখ রবিউল ইসলামের মেহগুনী বাগানের উত্তর পাশ থেকে আসামি আবুজর গিফারী (২০), পিং- মৃত শাহাজান খাঁন, মাতাঃ তহমিনা খাতুন, সাং-বুড়িয়ারডাঙ্গা, থানা-ফুলতলা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক আসামী আবুজর গিফারী তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে একটি ছোট সাদা এয়ারটাইট পলিপ্যাকে থাকা ২০ (বিশ) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এসআই (নিঃ) আল আমিন উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ৩০ জুলাই তারিখ বেলা আড়াই টার সময় বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করেন। ওই ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন বাদী হয়ে ফুলতলা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮’র ৩৬ (১) সারণির ১০ (ক) মামলা দায়ের করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ