জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে দিনব্যাপী কর্মশালা আজ (সোমবার) খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর ও সরকারের সচিব মোঃ রাকিব হোসেন।
আরপিএটিসি’র উপ-পরিচালক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি (ভার্চুয়াল) ছিলেন বিপিএটিসি’র মেম্বার ডাইরেক্টিং স্টাফ ও সরকারের যুগ্মসচিব আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত জানান বিপিএটিসি’র সহকারী পরিচালক মনিরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা জাতীয়ভাবে শুদ্ধাচার প্রতিষ্ঠায় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। তাঁরা বলেন, শুদ্ধাচারের মূল শর্ত জনগণের সেবা। এক্ষেত্রে সততা, দক্ষতা, নির্ভরযোগ্যতা, কর্তব্যবোধ, ন্যায় পরায়ণতা, সময়ানুবর্তিতা প্রধান বিষয়। তারা বলেন, সঠিকভাবে শুদ্ধাচার প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল্যায়ন জরুরী।
অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের ২৯জন কর্মচারী অংশগ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ