ডা.সুমিত পাল’র উপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে আজ খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে নির্ধারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা.সুমিত পাল এর উপর ন্যাক্কার জনক এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামী গ্রেফতার ও দ্রুত বিচারের দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও মতবিনিময়ে অংশগ্রহন করেন সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ।
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচীঃ আগামীকাল ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টার মধ্যে আসামী গ্রেফতার না হলে খুলনা জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর,আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষনা করা হবে।
চিকিৎসকরা কালো ব্যাচ ধারন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন।
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. মোল্যা হারুন অর রশীদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, কার্যকরী পরিষদ সদস্য ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. বাপ্পারাজ দত্ত, ডা. রকিবুল ইসলাম, ডা. সুদীপ পাল বিপিএমপিএ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সওকাত আলী লস্কর প্রমূখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ