খুলনায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান বাচ্চু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর হরিণটানা থানা এলাকার জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু নগরীর দারোগাপাড়া এলাকার মসজিদ লেনের বাসিন্দা মাহাবুবের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে জিরোপয়েন্ট থেকে বাচ্চু রাস্তা পার হয়ে শিকদার মার্কেটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত অফিসার-ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় আহত মিজানুর রহমান বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুমেকের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি।








সর্বশেষ মন্তব্যসমূহ