খুলনায় পলাশ (২৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের বালির মাঠে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ সময় সৌরভ (২৫) নামে অপর এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। নিহত যুবক লবণচরার দ্বিতীয় গলির ভুতের আড্ডা এলাকার শীপনের ছেলে। খুলনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন হত্যাকান্ডের সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নগরীর টুটপাড়া এলাকার প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের সঙ্গে পলাশের বেশ কিছুদিন ধরে বিরোধ ছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পলাশ ও সৌরভ ৩৬/৩৭ টুটপাড়া তালতলা ক্রস রোডের কাছে আসলে প্রতিপক্ষ নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের ক্যাডাররা তাদের দেখে ধাওয়া দেয়। এ সময় পলাশ ও সৌরভ বালির মাঠের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌঁনে ৩টার দিকে পলাশ মারা যায়। আহত সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা থানার ভারপ্রাপ্ত অফিসা ইন-চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিকাল ৫টার দিকে বলেন, সন্ত্রাসী নূর আজিম ও বিসমিল্লাহ গ্রুপের ক্যাডাররা পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ