খুলনায় বড় বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই

খুলনার বড় বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজ বুধবার  দুপুর ১টার দিকে ভৈরব নদের পাড়ের বড় বাজারের ডেল্টা ঘাট সংলগ্ন দোকানগুলোতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ দেড়ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বড় বাজারের ডেল্টা ঘাট সংলগ্ন দোকানগুলোতে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন হোসেন হার্ডওয়্যার, সুরূচি বস্ত্রালয়, নাহিদ আমব্রেলা, কংশবণিক ভান্ডার ও নিউ কংশবণিক ভান্ডারে আগুন ছড়িয়ে পড়ে। এই দোকানগুলোর বেশির ভাগ মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া অবশিষ্ট মালামাল আগুন নেভানোর সময় পানিতে নষ্ট হয়ে গেছে।

জিয়াউর রহমান নামে প্রত্যক্ষদর্শী একজন ব্যবসায়ী জানান, দুপুর ১টার দিকে প্রথমে টের পাই দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয় জনতার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বড় বাজারের ব্যবসায়ী উজ্জ্বল ব্যাণার্জী বলেন, বুধবার দুর্গাপূজার শেষ দিন থাকার কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। মাত্র গুটি কয়েক দোকান খোলা ছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত তা নির্দিষ্ট করে বলতে পারেনি কেউ।

ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সালেহউদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে  দুপুর ১ টা ৭ মিনিটের দিকে প্রথমে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর নগরীর বয়রা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট দীর্ঘ দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব নয়।

 

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *