খুলনায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুলনায় ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌঁনে ১১টার দিকে নগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে একটি বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত রেজাউল করিম কয়রা উপজেলার মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত হোসেন সরদারের ছেলে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকাল পৌঁনে ১১টার দিকে নগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে জনৈক আমিনুরের বাড়িতে নিমার্ণের কাজ করছিলেন রেজাউল করিম। বাইরের পাশে বাঁশ বেঁধে ইট গাথছিলেন তিনি। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। এসময় তার দুকান দিয়ে রক্ত পড়তে দেখে সহযোগীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, নিহত রেজাউল করিম ইট গাথুনীর কাজ করছিলেন। অসাবধানতার কারণে উপর থেকে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *