বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় এক নাবালিকাকে। পরে তাকে বিয়ে করে অপহরণকারী মো. সালাম আকন ওরফে ওয়াসিম।
বিষয়টি নিয়ে অপহৃতার বাবা ঝালকাঠি থানায় মামলার দায়ের করে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি টিম খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে ওই কিশোরীরে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ওয়াসিমকেও গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারিক আনাম বান্না জানান, গত বছরের ২৩ ডিসেম্বর আসামি সালাম আকন ঝালকাঠির জেলার সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ আজিমুননেছা কলেজের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এরপর তাকে বিয়ে করে ওই অপহরণকারী।
এ ঘটনায় ভিকটিমের বাবা ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। আসামি অপহৃতা কিশোরীকে নিয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পলাতক ছিল। অপহৃতাকে উদ্ধার ও আসামি ওয়াসিমকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অপহৃতা নাবালিকাকে উদ্ধার ও অপহরণকারী সালাম আকন ওরফে ওয়াসিম গ্রেফতার করে। তাদের ঝালকাঠি থানায় হস্তান্তর করা হয়েছে।








সর্বশেষ মন্তব্যসমূহ