খুলনায় রূপসা নদীতে নৌ দুর্ঘটনায় নিখোঁজ যুবক মাহতাবের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ রূপসা রেলসেতুর পশ্চিমপাড় থেকে উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর নৌ থানার সহকারী পরিদর্শক (এসআই) ইলিয়াস মাতবর বলেন, নিখোঁজ মাহতাবকে উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অভিযানে নামে। সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ লবণচরা থানার রূপসা রেলসেতুর পশ্চিম তীরে ভেসে উঠে। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি ট্রলারে ৬ জন যাত্রী নিয়ে মাঝি সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। ইঞ্জিনচালিত ট্রলারের ওই ৬ জন যাত্রী পেশায় শ্রমিক। তারা সেখানে জানালার গ্রিলের কাজের জন্য যাচ্ছিলেন। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর রূপসা নদীর রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটির সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙ্গে রূপসা নদীতে ডুবে যায়। এ সময় মাঝিসহ ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মাহতাব উঠতে পারেননি। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।








সর্বশেষ মন্তব্যসমূহ