খুলনার রূপসা নদীতে বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মাহতাব উদ্দিন নামে একজন যাত্রী নিখোঁজ হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে রূপসা নদীর রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ মাহতাবউদ্দিন নগরীর খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।
রূপসা নৌ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এস আই) মুনসুর উর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি ট্রলারে ৬ জন যাত্রী নিয়ে মাঝি সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেন। ইঞ্জিন চালিত ট্রলারের ওই ৬ জন যাত্রী পেশায় শ্রমিক। তারা সেখানে জানালার গ্রিলের কাজের জন্য যাচ্ছিলেন। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর রূপসা নদীর রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ট্রলারটির সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙ্গে রূপসা নদীতে ডুবে যায়। এ সময়ে ৬ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মাহতাব উঠতে পারেনি। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আজ সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ মাহতাবের সন্ধানে রূপসা নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে নৌ ফাঁড়ির এস আই মুনসুর উর রহমান জানান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ