খুলনায় উপ-আঞ্চলিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৫১তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন আজ শুক্রকার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। শরীর ঠিক রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি। শরীর ঠিক না থাকলে মানসিকভাবেও সুস্থ থাকা সম্ভব নয়। সামাজিক অনুষংঙ্গের কারণে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এছাড়া তরুণরা খেলাধুলা ছেড়ে মোবাইল আসক্তি, মাদক, কিশোরগ্যাংসহ সমাজবিরোধী নানা কাজে জড়িয়ে পড়ছে। এদের ফিরিয়ে আনতে খেলাধুলার চর্চার কোন বিকল্প নেই। এধরণের ক্রীড়া প্রতিযোগিতা খেলোয়াড়দের মিলনমেলা ও আনন্দ মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতা থেকে ভাল ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। এসময় খুলনার ১০ জেলার জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *