খুলনায় ওয়ার্ড কাউন্সিলর কারাগারে,অভিযোগ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর মারধর

একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠুসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

আজ সোমবার ভোর রাতে নগরীর লবণচরা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

লবণচরা থানার অফিসার ইন-চার্য (ওসি) মো. এনামুল হক বলেন, রবিবার রাতে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা দোকান ভাঙচুর ও দোকানের কর্মচারীদের মারধর করে। এ ঘটনায় ব্যবসায়ী মনির কাউন্সিলর মিঠুসহ আরো ৭ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। সোমবার ভোর রাতে র‌্যাবের সহায়তায় মিঠু, শামসু ও মজিবরকে গ্রেফতার করা হয়। পরে অপর তিন আসামি হারুন, টুটুল ও হযরতকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার কারণ জানতে চাইলে ওসি এনামুল হক বলেন, তদন্ত চলছে। তদন্ত করে হামলার ব্যাপারে জানানো যাবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *