খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ফুলতলা উপজেলা সদরের জামিরা রোডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ফকির আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. ইলিয়াস তালুকদার হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়েছিল মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। এ সময় মিলন জীবন বাঁচাতে দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারো তাকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় জানান, মিলন ফকির ফুলতলা বাজারে রাখি মালের ব্যবসা করতেন। এছাড়াও তিনি একসময় বিদেশে থাকতেন। দেশে ফিরে তিনি আদম ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েন। এ সব নিয়ে কারো সঙ্গে তার বিরোধ থাকতে পারে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ