খুলনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছে। আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খুলনা সদর থানার অফিসার ইন-চার্য (ওসি) হাসান আল মামুন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি হাসান আল মামুন জানান, দুপুর সোয়া ২টার দিকে নগরীর কেডিএ এভিনিউয়ের ময়লাপোতা মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ি পথচারী এক যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথা একেবারে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে মাথা না থাকায় বিকাল চারটা পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের পরিচয় ও ঘাতক গাড়ি সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ