জার্মানিতে উচ্চশিক্ষা গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে খুবিতে সেমিনার অনুষ্ঠিত

ডিএএডি-বাংলাদেশ’র আয়োজনে ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ’র সহযোগিতায় জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে এক সেমিনার আজ ১৭ জুলাই সোমবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা পরিচালনা ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী।

এর আগে স্বাগত বক্তব্যে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ-সুবিধাদি তথ্য তুলে ধরেন ডিএএডি-বাংলাদেশ’র রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে বক্তব্য রাখেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রকিবুল হাসান সিদ্দিকী। সেমিনার সঞ্চালনা করেন অ্যালামনাই এসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। পরে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যায়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *