দৈনিক প্রথম আলোয় প্রকাশিত উদ্দেশ্যমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’, খুলনা।
এক বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন প্রথম আলোর প্রতিবেদনটিকে সংবাদপত্রের নীতিমালা পরিপন্থী বলে উল্লেখ করে বলেন,‘প্রতিবেদনটিতে এক শিশুর ছবির নিচে ক্যাপশনের পরিবর্তে একজন দিনমজুরের বক্তব্য প্রকাশ করা হয়েছে। যার মাধ্যমে দেশের স্বাধীনতাকে ব্যঙ্গ ও হেয় করা হয়েছে।’
তারা বলেন ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সংবাদ যখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় প্রকাশিত হচ্ছে,তখনি এই জাতীয় দৈনিকটি সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপসাংবাদিকতা কোনভাবেই মেনে নেয়া যায়না।’
বিবৃতিতে তারা বলেন,মত প্রকাশের স্বাধীনতার নামে গণ্যমাধ্যমে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন স্বাধীন সাংবাদিকতার নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী ও অপরাধমূলক। ভবিষতে এই ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহবান জানান তারা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ