বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রায় গতকাল রাত ১১:৩০ মিনিটে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সোনাডাঙ্গা থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আজ দুপুর ১২ টায় সোনাডাঙ্গা থানা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে মরহুমের গার্ড অব অনার অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ বয়রা সর্বজনীন শ্মশানে দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির , খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার মুনতাসির হাসান খান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ শারাফাত উদ্দিন সকো, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আবেদীন,বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আফজালুর রহমান, সেখ আসাদুল্লাহ,মোঃ মহিউদ্দিন মোড়ল,শেখ সরোয়ার উদ্দিন, হান্নান খান,মোশারফ হোসেন তালুকদার হারুনুর রশিদ শাহ আলম খান আমজাদ হোসেন ফকির শেখ হাফিজুল্লাহ মোঃ ফারুকুজ্জামান শেখ ইসহাক আহমদ কাজী মতিউর রহমান মোঃ ইকু মোল্লা শেখ অহিদুর রহমান, ক্যাপ্টেন ডি কে হালদার, রবিন বিশ্বাস, শ্যামল কুমার দাস, ১৬-১৭-১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজী ইসলাম নদী, শেখ আবু জাফর, রফিক উদ্দিন বাবলু, আব্দুল মান্নান , মোহাম্মদ ইসমাইল ,মালেকুজ্জামান, শেখ মোতালেব হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান আল নাসির, তাপস কুমার সহ তাঁর আত্তিয়-স্বজনেরা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ