দেশের সব বধ্যভূমিই এখন সংরক্ষণ করা বাধ্যতামূলক

২৬ অক্টোবর শুক্রবার বিকালে খুলনার তেরখাদা উপজেলার আঠারবাকি নদীর তীরবর্তী সাচিয়াদহ বাজারের পাশে সাচিয়াদহ গণহত্যার স্মরণে গণহত্যা জাদুঘর কর্তৃক নির্মিত শহীদ স্মৃতিফলক উন্মোচন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট’র সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সচিব তার বক্তব্যে জানান গণহত্যা জাদুঘরের উদ্যোগে গণহত্যা-বধ্যভূমির স্মৃতি সংরক্ষণে এই ধরণের কর্মকান্ড জরুরী। গণহত্যার শহীদদের স্মরণে এমন উদ্যোগ নেওয়ায় তিনি গণহত্যা জাদুঘর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি শহীদ সন্তান ও স্থানীয়দের প্রতি এটি রক্ষণাবেক্ষণের অনুরোধ জানান।

বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন জানান গণহত্যা জাদুঘর  দেশের একমাত্র গণহত্যা-নির্যাতন বিষয়ক জাদুঘর। এই ট্রাস্টের অধীনে দীর্ঘদিন ধরে ফলক নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে, বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রনালয় সহায়তা করছে। শুধু তাই নয়, হাইকোর্টের রায় অনুযায়ী, সব বধ্যভূমিই এখন সংরক্ষণ করতে হবে। সারা দেশে এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য রক্ষা পাবে যা জাতীয় কর্তব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধী ও সকল শ্রেণী পেশার মানুষ এবং সঞ্চালনা করেন ট্রাস্টি শংকর মল্লিক।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *