গতকাল দুপুর ১২টায় খুলনার দোলখোলা ইসলামপুরস্থ ‘কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র আঞ্চলিক কার্যলয়ে আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের নবগঠিত কমিটি’র পরিচিতি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি এম নাজমুল আজম ডেভিড।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও অধিকার সুরক্ষা কার্যক্রম জোরদার করতে নতুন কমিটি দায়বদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের পাহাড়ী অঞ্চল এবং সমতল অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নানা সমস্যা, তাদের সাংবিধানিক স্বীকৃতি, বনভূমি এবং খাস জমিতে অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য কে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারী ২০০৯ ‘আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন’ গঠিত হয়।
কোয়ালিশনের কার্যক্রমকে আরো বেগবান এবং শক্তিশালী করা, আদিবাসীদের ভূমি ও আবাসন অধিকার, বন-অধিকার ও কমিউনিটির কর্তৃত্ব, সুশাসন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে আদিবাসী ক্ষমতায়ন কে সংযুক্তিকরণ, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার অধিকার, আদিবাসী নারী অধিকার, আদিবাসী শিশু অধিকার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ রাজনৈতিক ও নাগরিক অধিকার এবং আদিবাসী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি, আদিবাসী সম্পর্কে বৃহত্তর বাঙালি সমাজ ও নীতি-নির্ধারকদের দৃষ্টিভঙ্গীতে ইতিবাচক পরিবর্তন আনয়ন, আদিবাসীদের খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য অধিকার, আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং ঐতিহ্যগত জ্ঞান, ছাত্র ও যুবকদের সংগঠিত করা ও কর্মসংস্থান তৈরি করতে কাজ করাই এ কমিটির লক্ষ্য।
তিনি আরো বলেন, বাংলাদেশকে ২১টি অঞ্চলে ভাগ করে মোট ২১ টি আঞ্চলিক কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহত্তর খুলনা অঞ্চলে এ কমিটি গঠন করা হয়েছে।
১৩ সদস্যের সমন্বয়ে কোয়ালিশনের বৃহত্তর খুলনা (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) অঞ্চলের কার্যনির্বাহী কমিটি হ’ল, সভাপতি- এম নাজমুল আজম ডেভিড, সহ-সভাপতি- শেখ আসাদ ও মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক- প্রশান্ত কুমার বিশ্বাস, সহ-সম্পাদক- হিরন্ময় মন্ডল, দপ্তর ও প্রচার সম্পাদক- মোঃ মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক- শেখ মোঃ টুটুল, নির্বাহী সদস্য- অধ্যক্ষআশেক-ই-এলাহী, শেখ শামীম হোসেন, শেখ আব্দুল্লাহ লাহুল, এস এম বাবুল রেজা, জয়নাল আবেদিন বাবলু, এস এম ইকবাল হোসেন বিপ্লব, উপদেষ্টা- শেখ আব্দুল জলিল ও এস এম সেলিম বুলবুল।
by
সর্বশেষ মন্তব্যসমূহ