কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম প্রকল্পের অবহিতকরণ কর্মশালা আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি এর সহোযোগিতায় ঢাকা আহসানিয়া মিশন এবং কেয়ার বাংলাদেশ এ কর্মশালা আয়োজন করে।
এ কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষক ও নারীদের কাছে কৃষি বিষয়ক সেবা পৌঁছানো মাধ্যমে সম্প্রসারণ কর্মকান্ডকে ত্বরান্বিত করা। এছাড়া কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ কলা-কৌশল উন্নতকরণ, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ক্রয়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন তথ্য প্রাপ্তিতে কৃষককে সক্ষম করে তোলা এবং তাদের উৎপাদিত পণ্য ভালো বাজারে সঠিক মূল্যে বিক্রি করতে সহোযোগিতা করা হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপংকর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী আনিসুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নিজাম উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএসএআইডি’র এগ্রিকালচারাল এক্সটেনশন সাপোর্ট এ্যাক্টিভিটি প্রজেক্ট’র চীপ অফ পার্টি ড্যানিয়েল ও কস্টার।
সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ইউএসএআইডি’র প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ