কেসিসি’র ফুটপাথ দখলমুক্ত অভিযান, ৩০ মিনিটেই খেল খতম ?

উচ্ছেদের আগে

উচ্ছেদের আগে

খুলনা মহানগরীর ফুটপাথগুলি দখল মুক্ত করতে আজ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র ‘উচ্ছেদ অভিযান নাটক’ দর্শন করে হতাশ ও ক্ষুব্ধ নগরবাসি, কারণ উচ্ছেদের মাত্র আধঘন্টার মধ্যেই ফুটপাথগুলো আবার বে-দখল হয়ে যায়। এ ধরনের তামাসার কারণে দখলদাররা আরও উৎসাহি ও বে-পরওয়া হয়ে উঠবে বলে মনে করে নগরবাসি।

উচ্ছেদ চলাকালিন চিত্র

উচ্ছেদ চলাকালিন চিত্র

গতকাল সকাল ১১টায় নগরীর ফুটপাথগুলি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযানে আসে কেসিসি’র অফিসারগণ বিশাল পুলিশবাহিনী, বুলডোজার ইত্যাদি নিয়ে পিকচারপ্যালে ও ডাকবাংলা এলাকায়। উচ্ছেদকারী দলের উপস্থিতি টের পেয়েই ফুটপাথে দোকান খুলে বসা সকল ‘ফুটপাথ দখলবাজরা’ দ্রুত তাদের মালামাল সরিয়ে নিলেও তাদের ইলেক্ট্রিক লাইনগুলি অটুট থাকে, যা উচ্ছেদকারীরাও উচ্ছেদ না করেই চলে যায়।

উচ্ছেদের ৩০ মিনিট পরের চিত্র

উচ্ছেদের ৩০ মিনিট পরের চিত্র

উচ্ছেদ বাহিনী সিমেট্রি রোড দিয়ে ময়লাপোতা মোড়ে পৌঁছতেই পিকচার প্যালেস থেকে ডাকবাংলা পর্যন্ত ফুটপাথ আবার দখলবাজদের দোকান-পসারে ভরপুর! প্রতি দিনের মত ফুটপাথে আর ঠাই মেলে নি পথচারীদের।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *