খুলনায় আজ পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪। দিবসটি পালন উপলক্ষে সকালে খুলনা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে সর্বস্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। এ ব্যাপারে আরও ব্যাপকভাবে জনগণকে সচেতন হতে হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, বিপিএম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যর মধ্যে ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, কৃষক লীগের খুলনা জেলা সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জাভেদ ইকবাল বক্তৃতা করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ