গোপন বৈঠককালে খুলনা মহানগরী থেকে আজ সকালে ছয় শিবিরকর্মী সহ জামায়াত নেত্রী হুমায়রা বেগম কে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানা সড়ক এলাকার আশরাফ আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদনগর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেত্রী হুমায়রা বেগম, শিবিরকর্মী কুষ্টিয়ার আরিফ হোসেন, কোটচাঁদপুরের তৌহিদ ওমর ও রুমি , মংলার আবু বকর , ঝিনাইদহ’র সাব্বির হোসেন এবং ঠাকুরগাঁও’র রুহুল আমিন ।
আটক ছয় শিক্ষার্থী ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই, এক টি ককটেল, এক টি ছুরি ও কয়েকটি মোবাইল সিম উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মারুফ আহমেদ জামায়াত নেত্রী ও ছয় শিবিরকর্মী আটকের খবর নিশ্চিত করেছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ