গতকাল খুলনা জেলা ষ্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগে দুপুর ২.৪৫ মিনিটে রেডসান বনাম এস বি আলী ক্লাব গোল শূন্য ড্র করে। দিনের অপর খেলায় শক্তিশালী লিটন স্মৃতি একাদশ ডুমুরিয়া তরম্নন সংঘ কে ৩-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লীগের শুভ সূচনা করে। লিটন স্মৃতি একাদশের ১০ নং জার্সিধারী খেলোয়াড় আরিফ ৩টি গোল দিয়ে প্রথম বিভাগ ফুটবল লীগের প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন। আজ মঙ্গলবার খুলনা জেলা ষ্টেডিয়ামে লীগের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা ২.৪৫ মিনিটে উল্কা ক্লাব বনাম শেখ কামাল স্মৃতি সংসদ, দ্বিতীয় খেলা ৪.৩০ মিনিটে মৌসুমী একাদশ (আর আর এফ) বনাম দিঘলিয়া ওয়াই এম,এ ক্লাব।








সর্বশেষ মন্তব্যসমূহ