খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

সভায় ওয়েব পোর্টাল উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ প্রদান করা হয়। ভেজাল বিরোধী অভিযানে পুশকে প্রাধান্য দিয়ে এবং নিয়মিত বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করা হয়। ইকবাল নগর বালিকা বিদ্যালয়ের সংস্কার ও সম্প্রসারণ কাজের জন্য প্রায় দুই কোটি টাকার চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে বলে সভায় জানান হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরকে বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। আগামী ১৭ ডিসেম্বর পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হবে বলে সভায় জানান হয়।

এছাড়া সভায় গণপূর্ত, সওজ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, কৃষি, মৎস্য, বনবিভাগ, পরিসংখ্যান, বিসিক, পাসপোর্ট অফিস, বেতার, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম’র অগ্রগতি এবং চলমান কার্যক্রম বাস্তবায়নে সমস্যা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান,পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *