গতকাল খুলনা জেলা ষ্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগে দুপুর ৪.৩০মিনিটে শক্তিশালী লিটন স্মৃতিএকাদশ উল্কা ক্লাব কে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের ধারা অব্যহত রেখেছে। আজ খুলনা জেলা ষ্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় দুপুর ২.৪৫ মিনিটে শক্তিশালী মৌসুমী একাদশ (আরআরএফ) এস বি আলী একাডেমীর মুখোমুখি হবে। দিনের অপর খেলায় দুপুর ৪.৩০ মিনিটে ডুমুরিয়া তরুন সংঘ শক্তিশালী শেখ কামাল স্মৃতি সংসদের মুখোমুখি হবে








সর্বশেষ মন্তব্যসমূহ