“কর ন্যায্যতা নিশ্চিত করো, উন্নয়নের সোপান গড়” শ্লোগানকে সামনে রেখে জাতীয় আয়কর দিবস পালনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র খুলনা জেলা কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
কর্মসূচীর অংশ হিসাবে আজ সকাল ৮.৩০ মিনিটে আয়কর বিভাগের সাথে যৌথ র্যালী অনুষ্ঠিত হয়। মূল র্যালী উদ্বেধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। র্যালীতে কর কমিশনার মোঃ গোলম মোস্তফা এবং কর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সুপ্রর সকল অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচীর অংশ হিসাবে পোষ্টকার্ড ক্যাম্পেইন, সচেতনতা সৃষ্টিকারী লিফলেট বিতরণ ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করা হয়। উল্লেখ্য যে, সুপ্র ২০০১ সাল থেকে সুশাসন প্রতিষ্ঠা এবং তৃণমূল ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশের ৪৫ টি জেলায় ৬ শতাধিক সংগঠন নিয়ে কার্যক্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুপ্র কর, কর ন্যায্যতা ও বাংলাদেশের কর ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে চলছে। যার মূল উদ্দেশ্য হলো দারিদ্রবান্ধব করনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা সহ সকলকে কর সম্পর্কে ধারণা প্রদান করা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ