উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির উদ্যোগে গতকাল শনিবার বিকেল পাঁচটায় লাইব্রেরি মিলনায়তনে ‘এ অঞ্চলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার ও প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ভার্গব বন্দোপাধ্যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক হাবিবুল হক খান। প্রবন্ধের উপর আলোচনা করেন এ্যাড. শেখ সোহরাব হোসেন । স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরির সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির। এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।
অনুষ্ঠানে বইপড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের ৯ম শ্রেণির ছাত্রী সামিয়া সাঈদ, দ্বিতীয় স্থান খুলনা জিলা স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মুহাম্মদ হেফজুল হুসাইন পাপন, তৃতীয় স্থান সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের ৯ম শ্রেণির ছাত্রী ফাহমিদা জামান।
ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী যথাক্রমে খুলনা জিলা স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মিনহাজুল আবেদীন রিয়াদ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল বুশরা ও খুলনা পাবলিক কলেজের ৭ম শ্রেনীর ছাত্র আসিফ আদনান অমি। দ্বিতীয় স্থান অধিকারী খুলনা জিলা স্কুলের ৭ম শ্রেণির ছাত্র রাজিব আসহাব এবং তৃতীয় স্থান অধিকারী খুলনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের ৭ম শ্রেণির ছাত্রী আনিকা জাফরিন তাহসিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের পঁয়ষট্টিজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ