নগরিতে ভেজাল বিরোধী অভিযানে ভেজাল পণ্য বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে  গতকাল ২১ জুলাই খুলনা মহানগরীর নিউ মার্কেট, জোড়াগেট ও দৌলতপুর এলাকায় এক ভেজাল বিরোধি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক সৈয়দ রবিউল আলম।

এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং পণ্যে উৎপাদন তারিখ লিপিবদ্ধ না থাকা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না লেখা থাকা,অধিক মূল্যে পণ্য বিক্রি, খাদ্যে নিষিদ্ধ পণ্য মিশ্রণ,অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে  খুলনা ফল কে পাঁচ হাজার টাকা,ইফাত স্টোর কে তিন হাজার টাকা, আজাদ স্টোর কে পাঁচ হাজার টাকা, শেফা ভ্যারাইটিজ কে তিন হাজার টাকা,শাহীন বেকারী কে ১০ হাজার টাকা, নুর লাচ্ছা সেমাই কে ১০ হাজার টাকা, হেনা স্টোর কে দুই হাজার টাকা, কাদেরের হোটেল কে তিন হাজার টাকা, অভি ড্রাগস হল কে ১০ হাজার টাকা, আউয়াল মেডিকেল হল কে ৩০ হাজার টাকা এবং সেভ এন্ড সেফ কে ২০ হাজার টাকা সহ  মোট ১১ টি প্রতিষ্ঠান কে সর্বমোট ১,০১,০০০( এক লক্ষ এক হাজার) টাকা জরিমানা করা হয় এবং এই অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত  থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।

এই অভিযানে মহানগর পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ও কর্মচারীবৃন্দ,পরিবেশ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব এর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহায়তা করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ , ,
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: সৌমিত্র বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *