আজ ২০আগষ্ট বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে খুলনামহানগরীর বয়রা ও ফুলবাড়ীগেট এলাকায় পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তাঅধিকা রসংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম, সহকারী পরিচালক মামুনুল হাসান, সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ও কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং ফ্রি ঔষধ স্যাম্পেল বিক্রয়, পণ্যে উৎপাদন তারিখ লিপিবদ্ধ না থাকা, খুচরামূল্য লেখানা থাকা, মূল্য তালিকা প্রদর্শননা করা, অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, ওজনে কারচুপি, পঁচা-বাসিখাবার ও মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭,৩৮,৪৩,৪৬ ও ৫১ ধারায় বনফুল বেকারী কে ৫,০০০টাকা, কাশবন ডিপার্টমেন্টাল ষ্টোর কে ৩,০০০টাকা, ইয়াসিন ফার্মেসী কে ২,০০০টাকা, আরাফাত মেডিসিন কে ৬,০০০টাকা, হোসেন ড্রাগ কে ৩,০০০টাকা, ইসলাম ফার্মেসী কে ২,০০০টাকা, আদি ঘোষ ডেয়ারী কে ১০,০০০টাকা, রুবি বেকারী কে ১,৫০০টাকা সহ মোট ৮টি প্রতিষ্ঠান কে সর্বমোট ৩২,৫০০টাকা (বত্রিশ হাজার পাঁচশত) জরিমানা করা হয় এবং এই অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ