আজ বেসরকারী সংস্থা বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত হয় ‘হিজড়া প্রাইড-২০১৪’ অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে সকালে নগরীর হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য সোভাযাত্রা শুরু হয়ে খুলনা প্রেস ক্লাবে এসে শেষ হয়। এর পর প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় হিজড়াদের মেহেদী উৎসব যাতে অংশ নেনে খুলনা শহর ও জেলা থেকে আগত হিজড়াগণ।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুরু হয় পরামর্শক সভা। পরামর্শক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা, মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইয়াছিন আলী সরদার, সাধারণ সম্পাদক, খুলনা প্রেস ক্লাব, এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, খুলনা, শেখ আব্দুল হামিদ।
উল্লেখ্য, অনুষ্ঠানে উদ্যক্তাদের বিরুদ্ধে অনুষ্ঠানের টাকা নয়-ছয়’র অভিযোগ করেন আগত অতিথিগণ। পরামর্শক সভায় উপস্থিত সকল অতিথির জন্য লেখার প্যাড, কলম সহ ফোল্ডার বরাদ্দ থাকলেও অতিথিগণকে তা দেওয়া হয় নি। এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের একজন সমন্বয়ক বলেন, ‘ওগুলো শুধু বিশেষ অতিথিদের’ জন্য।
by
সর্বশেষ মন্তব্যসমূহ