নগরীর নতুন বাজারে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নির্মিত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি খুলনা সিটি কর্পোরেশনের অনুকূলে হস্তান্তর, পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কেসিসি, এলজিইডি এবং নতুন বাজার চিংড়ি বণিক সমিতির সমন্বয়ে ত্রিপক্ষীয় এক সভা আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নগর ভবনে অনুষ্ঠিত হয়। কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
কেসিসি মেয়র বলেন, রূপসা নদীর পানি দূষণ রোধ, এলাকার পরিবেশ উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের চিংড়ির চাহিদা বৃদ্ধির জন্য ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের গুরুত্ব অপরিসীম। তিন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। তিনি বলেন, রাস্তা-ঘাট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সহ নগরবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কেসিসি নগরীর সার্বিক উন্নয়নে কাজ করছে। সিটি মেয়র ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালু রাখতে চুক্তিবদ্ধ তিনটি সংস্থাকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-খুলনার তত্ত্বাবধানে মাঝারী শহর অবকাঠমো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় বর্ণিত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি নির্মাণ করা হয়।
ত্রিপক্ষীয় সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মাহবুব কায়সার, কেসিসি’র প্রধান নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, সচিব এম ইদ্রিস সিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সিআরডিপি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মোঃ আব্দুল আজিজ, নতুন বাজার চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মনজির, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম তারিকুল হাসান খান, কেসিসি’র সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।








সর্বশেষ মন্তব্যসমূহ