কেপিসিএল(খুলনা পাওয়ার কোম্পানী লিঃ)ও ডিইজি-জার্মানীর অর্থায়নে বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা,খুলনা সিটি কর্পোরেশনের ৭ নম্বরওয়ার্ডে কেপিসিএল’র সিএসআর প্রকল্প বস্তবায়ন করছে। প্রকল্প’রআওতায়গত তিন মাস যাবৎউত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সেনহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০জন শিক্ষক-শিক্ষিকাকে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং’র উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ৩০ সেপ্টেম্বরমঙ্গলবার সকাল ১১ টায় উভয় স্কুলে ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার সিস্টেম প্রদানের উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেপিসিএল’র এ্যাসেটম্যানেজার এম আতিকুল ইসলাম, ৭নম্বরওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, মহিলা কাউন্সিলর রাহিমা আক্তার, পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড, উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মোশারফ হোসেন, সমাজ সেবক শামসুর রহমান, মুরাদ হোসেন, বে-সরকারী সংস্থা ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা প্রমুখ। অনুষ্ঠানে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেপিসিএল’র এ্যাসেটম্যানেজার এম আতিকুর রহমান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ