ভাষা বিদ্বেষী শিক্ষক কে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত

ভারতের আসাম রাজ্যরে বাঙালীপ্রধান বরাক উপত্যকায় বিশ্ববদ্যিালয়ের একজন শিক্ষক কে  বরখাস্ত করা হয়ছে সাময়িক ভাবে। তিনি রবীন্দ্রসঙ্গিত গাইতে বাধা দিয়েছেন বলে তার বরিুদ্ধে অভিযোগ উঠেছে। অবাঙ্গালী ওই শক্ষিক ছাত্রদের রবীন্দ্রসঙ্গিত গাইতে বাধা দেওয়ায় বরাকের শিল্পী, সাহিত্যিক ও ছাত্ররা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তাঁরা বলছেন শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি বারে বারেই ভাষাগত আগ্রাসনের শিকার হচ্ছে বরাকের সাংবিধানিক ভাষা বাংলা।

আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণের দিন ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রনাথের আগুনের পরশমনি গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করতে চেয়েছিলেন, কিন্তু তখনই বাধা দেন ওই বিভাগের অবাঙ্গালী শিক্ষক তেনেপল্লী হরি।

তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে একটি ই-মেইল পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কাছে। এতে তিনি লিখেছেন যে, রবীন্দ্রসঙ্গিত গাইতে তিনি বাধা দেন নি, বরং ছাত্ররা তাঁর ঘরের সামনে মহড়া দিচ্ছিল, তিনি সেটাতে বাধা দিয়ে ছিলেন। একই সঙ্গে কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে তিনি দুঃখিত বলেও জানিয়েছেন ওই ই-মেইলে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *