ভেজাল বিরোধী ভ্রাম্যমান অভিযানে আজ বটিয়াঘাটার কৈয়া বাজারের অনিক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরম নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, নিষিদ্ধ রং, নকল কোকো পাউডার, নামহিন কেমিক্যাল ও বাসি-পচা দ্রব্য মিশিয়ে কেক-বিস্কুট-পাউরুটি তৈরী, মেয়াদ উত্তীর্ণ বাসি-পচা কেক-বিস্কুট বিক্রয়ের জন্য মজুত রাখা, পণ্যের গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩, ৫১ ধারা অনুযায়ী অনিক ফুড প্রোডাক্টসকে এই টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান ও সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম, কনজ্যুমার এ্যাসোসিয়েশন (ক্যাব)’র সদস্য মোঃ সোয়াইব হোসেন বাবু, জার্নালিষ্ট শামিম আশরাফ শেলী, জেলা পুলিশ ও র্যাব-৬’র সদস্যবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ