খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচা সভা আজ সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জীবনের লক্ষ্য ছিল অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তিনি ইসলামের উন্নয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, ধর্মীয় অপব্যাখ্যা নয় বরং কুরআন-হাদিছের আলোকে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। সরকার দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে কাজ করছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী পুলিশ কমিশনার জয়েনউদ্দিন আহমেদ, ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক শাহীন বিন জামান ও ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা রফিকুল ইসলাম।
by
সর্বশেষ মন্তব্যসমূহ