সাকিবে বিদ্ধস্ত জিম্বাবুয়ে, সিরিজ বাংলাদেশের

সাকিব ভেল্কিতে খুলনা টেস্টে দারুণ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেষ্টে ১০ উইকেট (৫+৫) নিয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।

টানা দুই টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। খুলনা টেস্টে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
২৪৮ রানে নবম ব্যাটসম্যান শুভাগত হোম চৌধুরী আউট হলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এর ফলে ৩১৩ রানের লিড পায় বাংলাদেশ। আউট হওয়ার আগে  শুভাগত (৫০) ১০৩ বলে ৪টি চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে পৌঁছান।

৩১৪ রানের টার্গেট নিয়ে ২য় ইনিংস খেলতে নেমে মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

স্কোরঃ বাংলাদেশ- ৪৩৩ ও ২৪৮ রান। জিম্বাবুয়ে- ৩৬৮ ও ১৫১ রান।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *