খুলনার পাইকগাছায় অপহরণকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই ডাকাত নিহত

খুলনার পাইকগাছায় এক কলেজ শিক্ষককে অপহরণকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১১ ডাকাত কে আটক এবং নয়টি বন্দুক, ৩২ রাউন্ড গুলি ও একটি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামে এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শিকদার আক্কাস আলী জানান, উপজেলার দেলুটি গ্রামের অধ্যাপক প্রশান্ত কুমার ঢালীর কাছে চাঁদা দাবী করে ডাকাতরা। কিন্তু চাঁদা না পেয়ে রোববার ভোরে একদল সশস্ত্র ডাকাত তার বাড়িতে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেললে তাদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতদল। এ সময় দেলুটি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের ওপরও গুলি চালায়।
পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা অপর ডাকাতদের ধরে গনপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১১ডাকাতকে আটক এবং ৯টি বন্দুক, ৩২ রাউন্ড গুলি ও একটি ট্রলার উদ্ধার করে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেপুলিশ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *