খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে শুরু হবে।পরীক্ষা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
বৃহষ্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, আগামি ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুক্রা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
৩০অক্টোবর সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং বিকাল ৩টায় জীব বিজ্ঞান স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় সামাজিক বিজ্ঞান স্কুল এবং বিকাল ৩টায় কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেষ দিন ১নভেম্বর সকাল সাড়ে ৯টায় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *