খুলনা জেলার পিআরএল বা অবসরগামী সরকারী কর্মচারীদের সমন্বয়ে দিনব্যাপী প্রস্ত্ততিমূলক কর্মশালা আজ খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোঃ নওসাদ হোসেন। এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সরকারি বিএল কলেজের অধ্যাপক আসাদুল হাসনাত, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা.মোঃ আব্দুল হাই, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোঃ মোর্ত্তজা হাসান, অডিট এ্যান্ড একাউন্টস অফিসার মোঃ আলমগীর হাসান প্রমূখ।
সভায় জানান হয় যে, বেসামরিক সরকারি চাকুরিজীবীদের পেনশন মঞ্জুরী ও পরিশোধ সংক্রান্ত বিধি-বিধান সহজ করা হয়েছে। পেনশন উত্তোলনে যাতে কোন ধরণের সমস্যা না হয় তার জন্য হিসাব রক্ষণ অফিসের সেবা কার্যক্রমকে আরও জোরদার করা হবে। খুলনা বিভাগের যে কোন হিসাব রক্ষণ অফিসে পেনশনসহ যে কোন হয়রানীর জন্য হেল্প ডেস্কের- ০১৮৬৫-০৪১৫৪৯ নম্বরে সরাসরি জানানো যাবে। কর্মশালায় মোট ৯৬ জন সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ