খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ ফজলে রেজা সুমন লিখিত বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিশ্ববদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৫ ডিসেম্বর দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীবৃন্দের অংশগ্রহণে সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান।
দিনের কর্মসূচীতে থাকবে সেমিনার, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ২৫টি ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ