কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা জেলা কমিটির সাধারন সভা গত ১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনার প্রশিক্ষণ কক্ষে বিকাল ৪.৩০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্যাব সভাপতি এ্যাড. মোঃ এনায়েত আলী।
সভায় বিগত ও চলতি কর্মকান্ডের উপর আলোচনা করেন সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। সভায় ক্যাব খুলনা জেলা কমিটির নতুন কমিটি গঠন ও নগরীর সন্ধ্যা বাজার ও নিউমার্কেট কাঁচা বাজারে ডিজিটাল মূল্য তালিকা প্রতিস্থাপনের লক্ষ্যে প্রশাসনের সাথে সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় ও এ বিষয়ে সাধারন জনগণকে সচেতন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্যাবে সদস্য শেখ ইলিয়াস, এ্যাডঃ অশোক কুমার সাহা, শামিম আশরাফ শেলী, সেলিম বুলবুল, ড. মোঃ হানিফ মল্লিক, ডাঃ জি এম সাইদ, মোঃ আনিস মাহমুদ, বিশ্বজিৎ কুমার ঘোষ, রনজিত বল, সেখ সাইদুর রহমান, শিরিন পারভীন, শেখ ইমরান ইমন, মোস্তাহিদুর রহমান বাবু, মাফরুদা খাতুন, মনোজ দাস, সোয়াইব হোসেন এবং মনিরুল ইসলাম প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ