খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ আনিছুর রহমান বিশ্বাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি আজ মঙ্গলবার সকালে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ ভারপ্রাপ্ত মেয়রকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জান’কে সামিয়ক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান’র অনুপস্থিতিকালীন সময়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ (২০০৯ সনের ৬০নম্বর আইন)’র ধারা ১২ (২) উপধারা (১) অনুযায়ী প্যানেল মেয়র-১ আনিছুর রহমান বিশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালোন করবেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ