খুলনার ফুলতলা থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ফুলতলা থানার দামোদর এলাকায় বৃহস্পতিবার রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) ইলিয়াস ফকির জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদর প্রাইমারি স্কুলের সামনের যশোর সড়কে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার দায়ের করা মামলায় ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনের জড়িত থাকার কথা বলা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোট পাঁচজনকে আটক করেছে। তাদের এ মামলায় আটক দেখানো হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ