ইন্দ্রাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক, বাংলাদেশের ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী সিদ্ধার্থ চট্টপাধ্যয় আজ খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতকারে মিলিত হন।
এ সময় তিনি বলেন, খুলনা প্রেস ক্লাব আগ্রহ প্রকাশ করলে ক্লাবের লাইব্রেরীর উন্নয়নে দূতাবাসের পক্ষ থেকে নিয়মিত পুস্তক ও পত্র-পত্রিকা প্রেরণ করা সম্ভব। এ সময় তিনি জানান, খুব শীঘ্রই খুলনায় ভারতীয় এ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিস খোলার কাজ সম্পন্ন হবে এবং তখন সাংবাদিকদের সাথে তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠতার মাত্রা পাবে।
তিনি ভারতের ‘কর্ণাটক ফোক সংস্কৃতিক দল’ নিয়ে খুলনায় এসেছেন, যারা আজ সন্ধ্যায় খুলনা ক্লাবে তাদের গিতীনাট্য পরিবেশন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুজ্জামান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ