খুলনাকে নতুন নতুন শিল্প-কারখানায় সাজিয়ে তুলবে নিটোল-নিলয় গ্রুপ

নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ আজ খুলনা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল শিল্পের বিকাশের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। নিটোল-নিলয় গ্রুপ খুলনাকে শিল্প-কারখানায় সাজাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। খুলনায় বিমান বন্দর এবং মংলা বন্দরকে আধুনিকায়নে ‘আমাদের’ দক্ষতা কাজে লাগানোর প্রচেষ্টা থাকবে।

তিনি বলেন, জ্বালানী হিসেবে গ্যাসের ব্যবহার ছাড়াও বহু শিল্প আছে যেগুলি স্থাপনে ‘আমাদের’ দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে শিল্পে সয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় তিনি খুলনা প্রেস ক্লাবকে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রদান সহ ক্লাবের উন্নয়নে সাত লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও এমপি শেখ ফজলুল করিম শেলীম’র পুত্র শেখ ফজলে ফাহিম, বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ার পার্সন লিয়াকত আলী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবির রায়, খুলনা সদর থানা আওয়ামী লীগ’র সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম প্রমূখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *