খুলনার রূপসা নদীতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ১০ম খুলনা বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। খুলনা জেলা প্রশাসনের সহায়তায় এবং খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ প্রতিযোগিতার আয়োজন করছে।
অন্যান্য বারের মতো এবারও নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান নির্ধারণ করা হয়েছে ১ নম্বর কাস্টম ঘাট হতে রূপসা সেতু পর্যন্ত। ওইদিন দুপুর দুইটা হতে পাঁচটা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হবে ১ নম্বর কাস্টম ঘাটে এবং পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম প্রান্তে ব্রীজের নিচে।
নৌকা বাইচ শুরু হওয়ার পূর্বে দুই প্রান্তে কার্গো, বার্জসহ অন্যান্য জলযান চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠান চলাকালীন ব্রীজের উপরে শুধুমাত্র মহিলা ও শিশু দর্শনার্থী দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করতে পারবেন, কোনরূপ পুরুষ দর্শনার্থী ব্রীজের উপরে উঠতে পারবেন না। সেতুর পশ্চিম প্রান্তে কোন গাড়ী পার্কিং করা যাবে না। এ সময় উক্ত এলাকায় সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হবে। যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে নদীর দুই পারের পন্টুনে কোন দর্শক না ওঠে সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া নৌকা বাইচ চলাকালে রূপসা ব্রীজে যানজট এড়ানোর লক্ষ্যে গল্লামারী-বটিয়াঘাটা রোড হতে রূপসা সেতু পর্যন্ত এবং রূপসা ফেরীঘাট হতে রূপসা সেতু পর্যন্ত পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন ও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ