আনন্দর্যালী ও কেক কেটে আজ খুলনায় দৈনিক ইত্তেফাক’র ৬৩ তম প্রতিষ্ঠা বাষিকী উদ্যাপিত হয়েছে। খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস অতিথি হিসাবে কেকে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবীর রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, ইত্তেফাকের খুলনা অফিস প্রধান রেজাউল করিম এবং স্টাফ রিপোর্টার এনামুল হক সহ খুলনায় কর্মরত সাংবাদিকগণ ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ