খুলনায় তথ্যমন্ত্রীর সাথে মতবিনিময়

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল সকালে খুলনা সার্কিট হাউজে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশন খুলনা কেন্দ্র চালুর বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি জানান, এ বছর জুনের পরপরই কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী বছরের মধ্যেই পূর্ণাঙ্গ সম্প্রচারের কাজ শুরু করবে। তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার প্রতিটি জেলায় তথ্যভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তথ্যভবনে তথ্যমন্ত্রণালয়ের সকল বিভাগের দপ্তরসহ, মিডিয়া সেন্টার, হলরুম,আইসিটি কেন্দ্র, মিডিয়া কর্নারসহ অন্যান্য অবকাঠামো থাকবে।

মতবিনিময়কালে খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল, খুলনা বিটিভির উপকেন্দ্র প্রধান ও রক্ষণ প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন,খুলনা বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার শেখ শাহনওয়াজ করিম ও পিআইডি’র সিনিয়র ফটোগ্রাফার মোঃ আব্দুস সাত্তারসহ অন্যান্য অফিসার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *