জামায়াতী হরতাল নামের ব্যাঙ্গ আর সুড়সুড়ি লাগা ফিনফিনে বৃষ্টি মাথায় নিয়ে খুলনায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবে পরিণত হয়। বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করতে স্কুলগুলিতে হাজির হয় ।
নতুন বই হাতে পেতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিলো বাধভাঙ্গা জোয়ারের মতো। খুলনয় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভাগীয় বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা পরিষদের প্রশাসক এবং প্রাথমিক শিক্ষা অফিসারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিন খুলনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।
দেশব্যাপী আজ একসাথে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার কোটি সাড়ে ৪৪ লাখ শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩৫ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। খুলনা অঞ্চলের ১৬ লাখ ৭৭ হাজার শিক্ষার্থীদের মাঝে তিনটি স্তরে মোট চার কোটি ৬ লাখ ৯০ হাজার ২১৯ টি বই বিতরণ করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ